ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

 কিংবদন্তি বিচারপতি কে এম সোবহানের ৯৯তম জন্মবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এক যুক্ত-বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও কিংবদন্তি বিচারপতি কে এম সোবহানের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও কিংবদন্তি বিচারপতি কে এম সোবহানের ৯৯তম জন্মদিন। তিনি সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধ-পরবর্তী সময়ে ১৯৭২ সালে বীরাঙ্গণাদের পুর্নবাসনসহ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে সংগঠনে সরাসরি যুক্ত ছিলেন। 

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ, দেশে গণতন্ত্র রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়ায় সরাসরি বলিষ্ঠ ভূমিকা পালন করেন বিচারপতি কে এম সোবহান। 

 যুদ্ধ-পরবর্তী সময়ে ১৯৭২ সালে বীরাঙ্গণাদের পুর্নবাসনে নারী পুনর্বাসন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নেতৃত্ব দেন।
আমরা এই মহান যোদ্ধা, অকুতোভয় সংগ্রামী ও আমাদের অত্যন্ত নীতিনিষ্ঠ সাবেক সভাপতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি